প্রকাশিত: Wed, May 17, 2023 2:43 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM

নিরাপত্তা বাহিনীর অল্প কয়েকজন কর্মীকে প্রত্যাহার করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী


মাজহারুল মিচেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম টেলিভিশন চ্যানেল ডিভিসি নিউজকে বুধবার দুপুরে দেয়া একান্ত সক্ষাৎে এ কথা জানান। তিনি বলেন, চার দূতাবাসের নিরাপত্তায় কুটনৈতিকদের পাহারার ২৭৪ জনের মধ্যে বাড়তি ২৬ জনকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার পর কয়েকটি দেশের কূটনীতিককে  বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে এখন জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় তা কমানো হচ্ছে। বিভিন্ন বিদেশি দূতাবাস বা রাষ্ট্রদূত যারা আছেন, তাদের মৌলিক যে নিরাপত্তায় কখনোই আমরা কমপ্রোমাইজ করব না।

তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি এবং অবশ্যই সেটা অব্যাহত থাকবে। অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ।

উল্লেখ্য, বাংলাদেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদিআরবসহ ছয় দেশের রাষ্ট্রদূত বাড়তি পুলিশি নিরাপত্তা পেয়ে থাকেন। এখন থেকে তারা এটা পাবেন না। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া